বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দু’দিন করার চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী

- আপডেট সময় : ০৭:৪৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ অগাস্ট ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিনের সাপ্তাহিক ছুটি চালু হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। বিদ্যুৎ সাশ্রয়ে এ পদক্ষেপের কথা জানান তিনি। রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষক সমিতির জাতীয় সম্মেলন ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
দীপু মনি বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দু’দিন করা যায় কিনা, তা ভেবে দেখা হচ্ছে। তবে এ মুহূর্তে কোন চূড়ান্ত সিদ্ধান্তের কথা বলা যাচ্ছে না। হয়তো শিগগিরই সিদ্ধান্ত জানানো যাবে। তিনি বলেন, সনদ বা ডিগ্রি দিয়ে দেশে মানবসম্পদ তৈরী করা সম্ভব না। শিক্ষার্থীদের মানবসম্পদে রুপান্তরিত করার কাজে নিরলসভাবে কাজ করছে সরকার। শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরীর চেয়ে পুরনো প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন করা জরুরি। কারিগরী শিক্ষা দেশের তরুণ সমাজকে মানবসম্পদে রুপান্তরিত করার পথে হাঁটছে সরকার।