বিচারপতির ছেলে ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীর সনদ স্থগিত : আপিল বিভাগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২০:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় অকৃতকার্য এক বিচারপতির ছেলে ব্যারিস্টার জুম্মন সিদ্দিকীর সনদ স্থগিত রাখার আদেশ দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশদেন।
এর আগে, আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষায় বারবার অকৃতকার্য হওয়ার পরও হাইকোর্টের এক বিচারপতির ছেলেকে সরাসরি আইনজীবী ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন ও ইশরাত হাসান বাদী হয়ে এ রিট দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কয়েকবার অংশ নিয়েও কৃতকার্য হতে পারেনি হাইকোর্টের বিচারপতির ছেলে মো. জুম্মান সিদ্দিকী। অথচ গত ১৯ সেপ্টেম্বর জুম্মান সিদ্দিকীকে সরাসরি আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত করে গত ৩১ অক্টোবর গেজেট প্রকাশ করা হয়।