বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগের শান্তি সমাবেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬১৮ বার পড়া হয়েছে
বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশ রয়েছে। যোগ দেবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির সন্ত্রাসী কর্মসূচির প্রতিবাদে গেলো একমাস ধরেই শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন।
শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দিয়ে দলের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বিএনপি। আর ওবায়দুল কাদের বলেন, সরকারের সাথে কুটনৈতিকদের ইতিবাচক বৈঠকে বিএনপি বন্ধুহীন হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় বিএনপি।