বিএসএফ’এর গুলিতে নিহত স্কুলছাত্রের মরদেহ ৩ দিনেও ফেরত পায়নি তার পরিবার

- আপডেট সময় : ০২:১৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
দিনাজপুরের দাইনুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’এর গুলিতে নিহত স্কুলছাত্র মিনহাজুল ইসলাম মিনারের মরদেহ ৩ দিনেও ফেরত পায়নি তার পরিবার।
গেল বুধবার দিবাগত রাতে সদর উপজেলার দাইনুর সীমান্তে বিওপি ৩১৫ নম্বর মেইন পিলারের কাছে বিএসএফ গুলিতে প্রাণ হারায় মিনার। সে সদর উপজেলার ৯ নম্বর আস্করপুর ইউনিয়নের ভিতরপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং খানপুর উচ্চবিদ্যালয়েরে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে একই ইউনিয়নের ছেলে সাগর এবং নিখোঁজ রয়েছেন এমদাদুল।এরমধ্যে মিনারের পরিবারের কাছ থেকে ছবিসহ যাবতীয় তথ্য সংগ্রহ করেছে খানপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি। তাদের পক্ষ থেকে পরিবারকে জানানো হয়েছে, এসব তথ্যা বিএসএফের কাছে সরবরাহ করা হবে। পরে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।
তবে এ বিষয়ে সংশ্লিষ্ট ফাঁড়ির কর্মকর্তারা সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেননি। যোগাযোগ করা হলে ‘বিষয়টি নিয়ে কথা বলা নিষেধ’ বলে জানিয়েছেন ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা আনিস। অবিলম্বে যাবতীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তরের দাবী জানিয়েছে এলাকাবাসী ও স্বজনরা।