বিএনপি নেতা মকবুলকে ৭ দিনের রিমান্ড আবেদন পুলিশের

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও শিক্ষার্থী সংঘর্ষ এবং প্রাণহানির ঘটনায় বিএনপি নেতা মকবুল হোসেন সরদারকে ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন।
সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে নিউমার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি মকবুল হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। গত সোমবার মধ্যরাতে রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মঙ্গলবার সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা চলে সন্ধ্যা পর্যন্ত। সংঘর্ষের ঘটনায় দু’জনের প্রাণহানি ঘটে।