বিএনপি নেতাদের মুখের ভাষা ছাড়া সব কিছুই সরকারের নিয়ন্ত্রণে আছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৫৯২ বার পড়া হয়েছে
বিএনপি নেতাদের মুখের ভাষা ছাড়া সব কিছুই সরকারের নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সকালে আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য যুব লীগের সপ্তম কংগ্রেসস্থল- সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনে গিয়ে এমন দাবি করেন তিনি। ওবায়দুল কাদের জানান, যুবলীগে নেতৃত্বের বয়সসীমা ৫৫ বছরের মধ্যেই থাকবে। নতুন সড়ক আইন নিয়ে তিনি বলেন, কোথাও কোথাও মালিক শ্রমিকরা ধর্মঘট করলেও আজকের মধ্যে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হবে।