বিএনপি নির্বাচন বর্জনের কথা বললেও তলে তলে প্রস্ততি নিচ্ছে : কাদের
- আপডেট সময় : ০২:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
বিএনপি নির্বাচন বর্জনের কথা বললেও তলে তলে প্রস্ততি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নির্বাচন করবে না বলে অন্যরাও বয়কট করবে এমন ভেবে থাকলে তারা বোকার স্বর্গে বাস করছে।
ঢাকার বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরো বলেন, নির্বাচনকে বিএনপির ‘কুত্তা মার্কা’ মন্তব্য প্রত্যাহার করতে হবে। সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে ৩০ শতাংশ ভোটও পড়ে না। তারপরও বরিশাল ও খুলনায় ৪০ থেকে ৫০ শতাংশ ভোট পড়েছে। আওয়ামী লীগ সুসাইড করলে এবং নির্বাচনে হারলে সেটাই হবে বিএনপির জন্য সুষ্ঠু নির্বাচন।
বিএনপি বিদেশীদের কাছে গিয়ে সবই বলে। বিদেশীদের দাওয়াতে আওয়ামী লীগ যায়, কিন্তু বিএনপি দেশের বিরুদ্ধে নালিশ করতে যায়। আওয়ামী লীগ কারো জন্য তাকিয়ে থাকে না। বিদেশীরা দেশের উন্নয়ন সহযোগী হতে পারে। ক্ষমতায় বসানো তাদের কাজ না। তত্বাবধায় সরকারের আন্দোলন মানি দেশে ধ্বংশযোগ্য চালানো। বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রৈ এক অনুস্ঠান শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।