বাসচাপায় পা হারানো রাসেল সরকারের ক্ষতিপূরণ রায় ঘোষণার দিন আজ

- আপডেট সময় : ০১:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
বাসচাপায় পা হারানো রাসেল সরকারের ক্ষতিপূরণ রায় ঘোষণার দিন আজ। তবে রায় পড়ার শুরুতে ক্ষতি পূরণের বিষয়ে অধিকতর শুনানি গ্রহণ করছে আদালত।
বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ রায় ঘোষণার জন্য দিন ধার্য্য আছে। মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৮ এপ্রিল মেয়র হানিফ ফ্লাইওভারে গ্রিনলাইন পরিবহনের একটি বাস চাপা দিলে পা হারান রাসেল। এ ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিমকোর্টের আইনজীবী উম্মে কুলসুম রিট করেন। একই বছরের ১৪ মে হাইকোর্টের দেয়া রুলে রাসেলকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। পরে সম্পূরক আবেদনের প্রেক্ষিতে ক্ষতিপূরনের পরিমাণ ৫০ লাখ টাকা নির্ধারণ করে চলে রিটের শুনানি। গত ৫ মার্চ রুলের ওপর শুনানি শেষ হয়। এর মাঝে কয়েক দফা রায়ের দিন পেছানো হয়।