বান্দরবনে ট্রাক মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৯:০১ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বান্দরবনের লামায় ট্রাক, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।
পুলিশ জানায়, সকালে লামা-চকরিয়া সড়কে লাইনঝিরি এলাকায় উভয়দিক থেকে আসা ট্রাক-মাহেন্দ্র-মোটসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে দু’জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর একজনসহ মোট তিনজন নিহত হয়। এসময় আহত হন আরো তিনজন। এর মধ্যে দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।