বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে দুই দফা রকেট হামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে দুই দফা রকেট হামলা চালানো হয়েছে। একটি রকেট আকাশে থাকা অবস্থায় ভূপাতিত করা হয় এবং অপর রকেটটি ভূমিতে এসে পড়ে। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। সদ্যই যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদিমী। এর পরই এ হামলার ঘটনা ঘটলো।রকেট হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। সম্প্রতি ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট বা ড্রোন বোমা হামলা চালানো হচ্ছে। ইরাকের ইরানসমর্থিত গোষ্ঠীগুলো এই হামলা চালাচ্ছে বলে সন্দেহ করা হচ্ছে জানিয়েছে কর্তৃপক্ষ।