বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিতে চায় কাতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
চিকিৎসা, হোটেল, ড্রাইভিং ও আইটি খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা দক্ষ কর্মী নিতে চায় কাতার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক শেষে এ আগ্রহের কথা জানান, কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন আল সামিক।
পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন অভ্যন্তরীণ ও বৈদেশিক শ্রমিক চাহিদা মেটাতে দক্ষ জনশক্তি তৈরীতে বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাকে অবহিত করেন। মন্ত্রী বাংলাদেশে এলএনজি সরবরাহে কাতার সরকারের সহযোগিতার প্রশংসা করেন। পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তান, ফিলিস্তিন, চাদ ও সুদানে উত্তেজনা কমিয়ে আনতে মধ্যস্থতার জন্য কাতার সরকারের প্রশংসা করেন। এসময় রোহিঙ্গা সমস্যা সমাধানে কাতারকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তার অনুরোধ জানান। পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন দিক এবং সুযোগ-সুবিধার কথা তুলে ধরেন।