বাংলাদেশে করোনা আক্রান্তে মৃত্যুর হার এখন পর্যন্ত ১ দশমিক ৪ ভাগে আটকে রাখা সম্ভব হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
করোনা নিয়ন্ত্রণে সরকারের নেয়া নানামুখী উদ্যোগের কারণেই বাংলাদেশে করোনা আক্রান্তের মৃত্যুর হার এখন পর্যন্ত ১ দশমিক ৪ ভাগে আটকে রাখা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহামুদ।
দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে জেলা প্রশাসন আয়োজিত করোনা নিয়ন্ত্রণে সমন্ময় সভায় তিনি এসব কথা বলেন।মন্ত্রী আরো বলেন, বিএনপির প্রতি ইঙ্গিত করে তথ্যমন্ত্রী আরো বলেন, সরকারের নানামুখি উদ্যোগের সমালোচনা করে হিনমন্যতার পরিচয় দিচ্ছে অনেকে। কিন্তু বিশ্ব সম্প্রদায় তাদের সেই অপপ্রচারে কান না দিয়ে সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। সমন্ময় সভায় ছিলেন, ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সিটি কর্পোরেশেনর মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবিএম আজাদ ও জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।