বাংলাদেশে এখনো কোনো মাঙ্কিপক্সের রোগী ধরা পড়েনি : বিএসএমএমইউ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
বাংলাদেশে এখনো কোনো মাঙ্কিপক্সের রোগী ধরা পড়েনি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।
সকালে বিশ্ববিদ্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্সের প্রথম রোগী শনাক্তের তথ্যটিও গুজব বলে জানান ভিসি। মাঙ্কিপক্স মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়ে ডা. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারি ও ব্ল্যাক ফাঙ্গাসের মতো মাঙ্কিপক্স ভাইরাস প্রতিরোধেও কার্যকরি ব্যবস্থা নেয়া হবে।