বসানো হয়েছে পদ্মা সেতুর ২৫তম স্প্যান দৃশ্যমান পৌনে ৪ কিলোমিটার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ২৫তম স্প্যান বসানো হয়েছে। এর ফলে দৃশ্যমান হলো পৌনে ৪ কিলোমিটার।
জাজিরা প্রান্তে ২৯ ও ৩০ নম্বর পিলারের উপর বসানো হয়েছে পদ্মা সেতুর ২৫তম স্প্যান। এতে দৃশ্যমান হয়েছে সেতুর ৩ হাজার ৭৫০ মিটার। সকাল সাড়ে ৯টার দিকে ৩ হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান-ই’ ভাসমান ক্রেন দিয়ে মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ হাজার ১৪০ টন ওজনের ২৫তম স্প্যানটি বহন করে আনা হয়। এরপর এটি ২৯ ও ৩০ নম্বর পিলারের ওপর বসায় সেতু প্রকল্পের প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরা।