বর্তমানে করোনাভাইরাসে সবচেয়ে খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ১৬১৭ বার পড়া হয়েছে
করোনাভাইরাস চীন থেকে ছড়ালেও বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র আগেই ছাড়িয়ে গেছে সবাইকে।
দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ২০ হাজার ৫৭৭ জন। আর ইতালিতে মারা গেছে ১৯ হাজার ৪৬৮ জন। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের তিন মাস পার হয়েছে। কিন্তু এখনও নিয়ন্ত্রণের লক্ষণ দৃশ্যমান নয়। যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩২ হাজার ৮৭৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে আরো ৩০ হাজার। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৩০ হাজার ৪৫৩ জন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। সেখানে গত ২৪ ঘণ্টায় ৭৮৩ জনসহ এ পর্যন্ত মারা গেছে ৮ হাজার ৬২৭ জন। আর ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৮৬ জনসহ আক্রান্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ১৪৪ জন।