বরিশালে কাভার্ড ভ্যান ও এ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৬ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়ায় কাভার্ড ভ্যান ও এ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে।
উজিরপুর থানার ওসি জিয়াউল আহসান জানান, ঢাকা থেকে এক শিশুর মরদেহ নিয়ে এ্যাম্বুলেন্সটি ঝালকাঠির উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানকে পিছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। ওই সময় কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে বিপরীতগামী এ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ্যাম্বুলেন্সেটি দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরে থাকা সকল যাত্রী নিহত হয়। পরবর্তীতে পুলিশ ও দমকল ইউনিট এ্যাম্বুলেন্সের মধ্যে আটকে পড়া মরদেহ বের করে সড়কে নিয়ে আসে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানান ওসি।