বরখাস্ত ওসি প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে চট্টগ্রামে দুদকের মামলার রায় আগামী ২৭ জুলাই
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারোণের বিরুদ্ধে চট্টগ্রামে দুদকের করা মামলায় আগামী ২৭শে জুলাই রায়ের দিন ঠিক করেছে আদালত।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদের আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়া হয়। ২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর তৎকালীন সহকারী পরিচালক রিয়াজউদ্দিন বাদী হয়ে প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেন। ওই দম্পতির বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ টাকার জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জন, তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার শুরু হয়। ২০২১ সালের ২৬ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। এতে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।















