বরখাস্ত ওসি প্রদীপ ও তাঁর স্ত্রী’র সাক্ষ্যগ্রহণ একমাস পিছিয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
দুদকের মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তাঁর স্ত্রী চুমকি কারনের সাক্ষ্যগ্রহণ একমাস পিছিয়েছে আদালত।
চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মুন্সি আবদুল মজিদ, আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে সাক্ষ্যগ্রহণের সময় পিছিয়ে দেন। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন প্রদীপ। দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাহামুদুল হক জানান, আসামি পক্ষের বিশেষ আবেদনে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পেছানো হয়। গত বছরের ৬ আগস্ট থেকে প্রদীপ কুমার কারাগারে রয়েছেন। আর, পলাতক আছেন তার স্ত্রী চুমকি কারন।