বনানী কবরস্থানে সাজেদা চৌধুরীর দাফন সম্পন্ন
- আপডেট সময় : ০৮:৩৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে। এর আগে সকাল সোয়া ১১টায় ফরিদপুরের নগরকান্দা এম এন একাডেমী স্কুল মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় প্রশাসন তাকে গার্ড অব অনার দেয়।
এসময় সাজেদা চৌধুরীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। জানাজায় হাজারো মানুষ অংশ নেন। এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা তিনটায় মরদেহ নেয়া হয় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। গত রাত পৌনে ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাজেদা চৌধুরী। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।





















