বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজারে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন সেনাবাহিনীর

- আপডেট সময় : ০৭:১৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / ১৬১৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে কক্সবাজারে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশন।
মুজিববর্ষ উপলক্ষে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় ১০ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাঈন উল্লাহ চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে দু’মাসব্যাপী কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় সেনাবাহিনীর ১০ম পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ চিকিৎসক দল মাতৃকালীন চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় এবার রামু উপজেলার গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। করোনাকালীন সময়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে অন্তঃসত্ত্বাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা ছাড়াও বিনামূল্যে ওষুধ সামগ্রী প্রদান করা হয়।