বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী আব্দুল মাজেদের ফাঁসিতে জাতি স্বস্তি পেয়েছে

- আপডেট সময় : ০৭:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনী আব্দুল মাজেদের ফাঁসিতে জাতি স্বস্তি পেয়েছে। বাকি পলাতক খুনীদের দেশে ফিরিয়ে আনতে সরকার সবোর্চ্চ সচেষ্টা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর বাংলার মাটিতেই বাকি খুনীদের ফাঁসি কার্যকর হবে বলে আশাবাদ জানান আইনমন্ত্রী আনিসুল হক।
বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনির বরেখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজেদের ফাঁসি কার্যকর হয়েছে। এতে জাতি কিছুটা হলেও ভারমুক্ত হয়েছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে পলাতক বাকি ৫ খুনিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
মাজেদের ফাঁসির রায় কার্যকরে জনগনকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে দাবি করে আইনমন্ত্রী বলেন, এটি মুজিববর্ষের সেরা উপহার।
আর ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, জিয়াউর রহমান ও এর পরের সরকারের আমলে এই খুনী কিভাবে সরকারি আশ্রয় প্রশ্রয় পেয়েছিল তা জনগনকে জানানো উচিত।