বগুড়া ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত

- আপডেট সময় : ০২:৩৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
বগুড়া ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে।
বগুড়া–ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলার শেরুয়া বটতলায় ভোর রাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই ভাই নিহত হয়। লকডাউনের মধ্যে ধান কাটতে বেশকিছু শ্রমিক চট্টগ্রামের রাঙ্গুনিয়া বাজার থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে বাসে করে নওগাঁ যাচ্ছিল। শেরুয়া এলাকায় ওই বাস ও ট্রাকের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বড় ভাই মোশারফ হোসেন মারা যায়। হাসপাতালে নেয়ার পর মারা যায় ছোট ভাই আবু হানিফও।
এদিকে, গাইবান্ধার ধাপেরহাটে কন্টেইনারবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে রংপুরগামী কন্টেইনারবাহী ট্রাকটির সামনের চাকা পাংচার হলে, বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ওই হেলপার নিহত হয়। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে। পরে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে হাসপাতালে পাঠায়।