বগুড়ায় আলুর দামে ধস, কৃষকের গলায় ফাঁস

- আপডেট সময় : ০৫:৩২:১০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৪ বার পড়া হয়েছে
বগুড়ায় এবার কৃষকের গলার ফাঁস হয়েছে আলু। হিমাগারে সরকারিভাবে আলু বিক্রি ২২ টাকা বেঁধে দেয়া হলেও বিক্রি হচ্ছে অর্ধেকেরও কম দামে। পরিবহন আর হিমাগার খরচ বাদ দিয়ে কৃষকের প্রতি কেজিতে থাকছে মাত্র পাঁচ টাকারও কম। চাষী বাঁচাতে দ্রুত রপ্তানি কিংবা টিসিবির মাধ্যমে আলু বিতরণের উদ্যোগের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গতবছর এই সময়ে খুচরা বাজারে আলু বিক্রি হয়েছে প্রতি কেজি ৫২ থেকে ৫৫ টাকা। এবার হিমাগারের গেটে বিক্রি হচ্ছে ১০ থেকে ১১ টাকা কেজি। এর মধ্যে প্রতি কেজিতে হিমাগার ভাড়া ৬ টাকা ৩০ পয়সা বাদ দিলে কেজিতে কৃষক পাচ্ছে ৫ টাকারও কম।
প্রতি কেজিতে হিমাগার, পরিবহন, বস্তাসহ খরচ পড়েছে ২২ থেকে ২৪ টাকা। মূলধন হারিয়ে নিঃস্ব হচ্ছে কৃষক আর মৌসুমী ব্যবসায়ীরা।
লোকসান কমাতে সরকার হিমাগার পর্যায়ে আলুর দাম নির্ধারণ করে দেয় ২২ টাকা কেজি। এতে বরং কমেছে। কৃষকদের অভিযোগ, এ নিয়ে সরকারিভাবে কার্যকরী উদ্যোগ নেই বাজারে।
নির্ধারিত দামে আলু বিক্রির উদ্যোগের কথা জানালেন কৃষি বিপণন অধিদপ্তরের এই কর্মকর্তা।
সরকারি হিসেবে বগুড়ায় খাবার ও বীজ আলুর মজুদ আছে তিন লাখ ২৬ হাজার ৫১৫ মেট্রিক টন। আগামী ডিসেম্বরেই বাজারে আসবে নতুন আলু। এই সময়ে বিক্রি শেষ না হলে হিমাগারেই পচবে আলু।