ফ্রান্স ও তুরস্কে মে দিবসের শোভাযাত্রায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

- আপডেট সময় : ০৫:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
ফ্রান্স ও তুরস্কে মে দিবসের শোভাযাত্রায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তুরস্কের ইস্তাম্বুলে অন্তত ১৬০ বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
রোববার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইউরোপজুড়ে রাস্তায় নামে হাজার হাজার মানুষ। এদিন তুরস্কের ঐতিহাসিক শহর ইস্তাম্বুলে শ্রমিকদের সমর্থনে বড় রেলি বের হয়। তবে ইস্তাম্বুল শহর কর্তৃপক্ষের দাবি, অনুমতি ছাড়াই রেলি-সমাবেশের আয়োজন করা হয়। পুলিশের সতর্কতা সত্ত্বেও সমাবেশ চালিয়ে যেতে থাকে বিক্ষোভকারীরা। এরপর পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এভাবে ইস্তাম্বুলের রেলি থেকে অন্তত ১৬০ জনকে আটক করা হয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসেও রেলিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিন রেলি শুরু হওয়ার কিছুক্ষণ পরই তা সহিংস হয়ে ওঠে। তরুণ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। সংঘর্ষকালে বেশ কিছু ভবন ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া ফ্রান্সের অন্যান্য শহরে শান্তিপূর্ণভাবেই র ্যালি-সমাবেশ হয়েছে। এসব সমাবেশে প্রায় ২ লাখ মানুষ অংশ নেয় বলে জানিয়েছে আয়োজকরা।