ফ্রান্সে চলছে জাতীয় নির্বাচনের ভোট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৫:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪
- / ১৯২৮ বার পড়া হয়েছে
জাতীয় পরিষদের ৫৭৭ জন সদস্য নির্বাচিত করতে ফ্রান্সে ভোটগ্রহণ চলছে। প্রথম দফায় ভোট চলবে বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত। তবে প্যারিস এবং অন্য বড় শহরে ভোটকেন্দ্র রাত ১২টা পর্যন্ত খোলা রাখা হবে।
দেশটিতে এবার ভোটার সংখ্যা প্রায় ৪ কোটি ৯০ লাখ। দ্বিতীয় দফার ভোট আগামী ৭ জুলাই ।
জরিপে দেখা গেছে, এবার অতি ডানপন্থি রাজনীতিবিদ মেরিন লে পেন এবং জর্ডান বারডেলার দল আরএন বেশ এগিয়ে রয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনেও ফ্রান্সে জয়ী হয়েছে মেরিন ও জর্ডানের দল আরএন। এবারের নির্বাচনে আরএন ৩৫ থেকে ৩৭ শতাংশ ভোট পেতে পারে বলে উঠে এসেছে। ফ্রান্সে ২২ বছরের মধ্যে এবারই প্রথম প্রেসিডেন্টের মেয়াদ শেষের আগেই হচ্ছে জাতীয় পরিষদ নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, এমন সিদ্ধান্তে দেশটিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জনপ্রিয়তা দিন দিন হ্রাস পাচ্ছে।



























