ফেনীতে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৬০০ বার পড়া হয়েছে
“মাঠের জায়গায় মাঠ চাই, জমি কিনে ভবন চাই”– এই শ্লোগানে ফেনীতে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীসহ এলাকাবাসী।
দুপুরে ফেনী সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের কৃষ্ণ মজুমদার হাট আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়।এসময় শিক্ষার্থী ও এলাকাবাসী দাবি তোলেন, আশেপাশের দশগ্রামের মানুষ নিয়মিত খেলাধুলা করেন এই মাঠটিতে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদেরও শারীরিক ও মানসিক বিকাশের অন্যতম মাধ্যম এই মাঠ। কিন্তু এলাকার শিশু-কিশোরদের কথা চিন্তা না করে মাঠ নষ্ট করে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবন নির্মাণ কাজ শুরু করেছেন। বর্তমানে ভবনের আংশিক কাজ চলমান রয়েছে। তাই ভবন নির্মাণে নতুন জমিতে কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।