ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
১২ বছরের এক ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনারা। পশ্চিমতীরের দক্ষিণে বেইত উম্মার গ্রামের কাছে গাড়িতে থাকা শিশুটির বুক গুলিতে ঝাঁজরা করে দেয়া হয়।
সেনারা প্রথমে নিয়ম অনুসরণ করে চিৎকার করে ও ফাঁকা গুলি ছুড়ে গাড়িটি থামানোর চেষ্টা করে, পরে গাড়ির চাকা লক্ষ্য করে গুলি চালায়। ইসরাইলের সামরিক বাহিনীর দাবি সন্দেহজনক কর্মকাণ্ডে জড়িত ওই গাড়ির চাকা লক্ষ্য করে গুলি ছোঁড়ে এক সেনাসদস্য। ঘটনাস্থলে থাকা সেনারা জানান, একটি গাড়ি ওই এলাকায় প্রবেশ করে এবং দুজন গাড়ি থেকে বের হয়ে মাটি খুঁড়ে এরপর আবার গাড়িতে ফিরে যায়। সেনারা ওই স্থানে গিয়ে দুটি ব্যাগ পায়, যার একটিতে এক নবজাতকের মৃতদেহ ছিল। তবে ঘটনাটি জ্যেষ্ঠ কর্মকর্তারা খতিয়ে দেখছেন বলেও জানান তারা। তবে ইসরাইলের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।