ফিলিস্তিনিতে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ফিলিস্তিনিতে ইসরাইলির সহিংসতার প্রতিবাদে এবং ইহুদিবাদকে প্রতিহতের দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে।
দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধনের আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রাচ্য সংঘের সদস্যরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এসময় বক্তারা বলেন, ইহুদিবাদ সারা বিশ্বের জন্য হুমকি স্বরূপ। ইসরাইল একটি অবৈধ রাষ্ট্র। তারা মুসলিমদের উপর বর্বরোচিত হামলার মাধ্যমে সারাবিশ্বে শোষক শ্রেণি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা সবকিছু দখল করতে চায়। সেই নীতিতেই মুসলিমদের উপর হামলা চালাছে। এখনই এ আগ্রাসন বন্ধ না করা না গেলে পৃথিবীর দেশে দেশে মানুষ আরো বেশি শোষিত হবে।

















