‘ফায়ারম্যান লিডার’ ইমরান হোসেন মজুমদারের জানাজা ও দাফন সম্পন্ন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুন ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় নিহত ফায়ার সার্ভিস কর্মী ‘ফায়ারম্যান-লিডার’ ইমরান হোসেন মজুমদারের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
সকাল ৮টায় নিহতের চাঁদপুরের গ্রামের বাড়িতে তার দাফন হয়। জানাযার আগে চাঁদপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক সাহিদুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়। তার জানাজায় স্থানীয় জনপ্রতিনিধিসহ ২ হাজারেরও বেশি শোকার্ত মানুষ অংশ নেন। জানাজায় অংশ নিতে আশেপাশের গ্রাম থেকেও অনেকে ছুটে আসেন। প্রথমে ইমরান হোসেন মজুমদারের মরদেহ সনাক্ত করতে না পারায় সোমবার ডিএনএ পরীক্ষাশেষে রাতে তার মরদেহ বাড়ীতে নিয়ে আসেন স্বজনরা।