ফরিদপুরে হামলা ও আগুন দেয়ার ঘটনায় ২ আসামীর আদালতে জবানবন্দি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথার বিভিন্ন স্থানে হামলা ও আগুন দেয়ার ঘটনায় আটক দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে সংবাদ সন্মলনে জানিয়েছেন পুলিশ সুপার।
দুপুরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ আলিমুজ্জামান জানান, গত ৫ এপ্রিল লকডাউনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মোট ৫টি মামলা হয়েছে।আর এ ৫ মামলায় ৮০ জনকে আটক করা হয়।আটককৃতদের মধ্যে ফরহাদ মাতুব্বর ও হৃদয় নামের দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।৫এপ্রিল ফরিদপুরের সালথা উপজেলার ফুকরা বাজারে এসিল্যান্ডের সাথে ব্যবসায়ীদের বাদানুবাদের ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা উপজেলা পরিষদে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর চালায়। আগুন দিয়ে পুড়িয়ে দেয় বশে কয়েকটি অফিস।


















