ফরাসি ধনকুবের এমপি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ফরাসি ধনকুবের এমপি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছে
ফ্রান্সের বিলিওনিয়ার ও পার্লামেন্টের সদস্য অলিভিয়ের ডায়াল্ট হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন। ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নরম্যান্ডি এলাকায় রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। অবকাশ যাপনের জন্য ওই এলাকায় তার একটি বাড়ি রয়েছে। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। ফরাসি এই ধনকুবেরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি এক শোকবার্তায় বলেছেন, ৬৯ বছর বয়সী ডায়াল্টের মৃত্যুতে দেশে বড় ক্ষতি হয়ে গেছে। তিনি দেশকে অনেক ভালোবাসতেন। ফোরর্সের তথ্যমতে, তার সম্পদের পরিমাণ ৭ দশমিক ৩ বিলিয়ন ডলার। এ দুর্ঘটনায় পাইলটও নিহত হয়েছেন। ব্যক্তিগত একটি ল্যান্ডিং স্টেশন থেকে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি ।