ফটো সাংবাদিক কাজলের বিরুদ্ধে তিন মামলার বিচার চলবে : হাইকোর্ট
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
 - / ১৬৬০ বার পড়া হয়েছে
 
ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের বিরুদ্ধে তিন মামলার বিচার চলবে বলে আদেশ দিয়েছে হাইকোর্ট।
ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাসহ ৩ মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেয় উচ্চ আদালত। বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ আজ এই আদেশ দেন। পৃথক মামলায় গত ৩ মে থেকে কারাগারেই ছিলেন কাজল। পরবর্তীতে ৩ মামলায় জামিন পান তিনি। ২৫ ডিসেম্বর সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান কাজাল।
																			
																		














