প্রাণঘাতী করোনাভাইরাসে ১৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত

- আপডেট সময় : ১২:৫৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৩ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর এতে মৃত্যু হয়েছে প্রায় ৬৯ হাজার মানুষের।
যুক্তরাষ্ট্রভিত্তিক জরীপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্তের সংখ্যায় সবার উপরে এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে দ্রুতগতিতে বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত দেশটিতে ৩ লাখ ৮ হাজার ৬০৮ মানুষ আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৯ হাজার ২৯৭ জনের। সবচেয়ে বিপর্যস্ত জনবহুল নিউইয়র্ক। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, একদিনে সেখানে করোনায় ৮শ’ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শুধু নিউইয়র্কেই মৃতের সংখ্যা এখন ৪ হাজার। ইতালিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। স্পেনে একদিনে আরও ৭ হাজার জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩০ হাজার ১৬৮ জনে। ১২ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে মোট ৮ হাজার জনের মৃত্যু হয়েছে। এদিকে ভারতে কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দেড় হাজার ব্যক্তি আক্রান্ত হয়েছে, আর এতে মৃত্যু হয়েছে ১২৭ জনের।