প্রধানমন্ত্রীর দপ্তরের একটি টিম নওগাঁয় মুজিববর্ষে উপহারের ঘর পরিদর্শন

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর দপ্তরের একটি টিম নওগাঁয় মুজিববর্ষে উপহারের ঘর পরিদর্শন করেছে।
সকালে জেলার পত্নীতলা উপজেলার পুইয়া নাম স্থানে ১১টি ঘর পরিদর্শন করে তারা। পরিদর্শনে আসা ৩ সদস্যের টিমের নেতৃত্ব দেন আশ্রয়ন প্রকল্প-২ প্রকল্পের সহকারী পরিচালক বদরুল আলম। তিনি বলেন, চলাচলের নিচু সড়কে পানি জমে থাকা ও দু’একটি ঘরের দেয়ালে ফাটলের অভিযোগ ছিলো। সেগুলো এরই মধ্যে মেরামত করা হয়েছে। এসব নিয়ে বসবাসকারীরাও আমাদের কোনও অভিযোগ করেননি। এটি ছাড়াও সারাদিনই নওগাঁর আরও কয়েকটি স্পট পরিদর্শন করা হবে বলে জানান তিনি। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিও উপস্থিত ছিলেন।