প্রথম ধাপের উপজেলা নির্বাচনে প্রচার শেষ হচ্ছে আজ
- আপডেট সময় : ১১:২৮:০১ পূর্বাহ্ন, সোমবার, ৬ মে ২০২৪
- / ১৮০৫ বার পড়া হয়েছে
আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। শেষ মুহুর্তের প্রচার প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন ময়মনসিংহের ফুলপুরের প্রার্থীরা। বিরামহীন প্রচারে দিচ্ছেন উন্নয়ণের নানা প্রতিশ্রম্নতি। পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় থাকলেও সাধারণ ভোটাররা বলছেন লড়াই হবে ঘোড়া এবং আনারস প্রতীকে। সব রাজনৈতিক দলের অংশ গ্রহণ না থাকায় ঝিনাইদহের সাধারণ ভোটারদের মাঝে রয়েছে দ্বিধা। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি কুষ্টিয়ার পদপ্রার্থীদের।
ময়মনসিংহ জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থান ফুলপুর উপজেলার। ৩১৯ বর্গ কিলোমিটার আয়তনে রয়েছে একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন। মোট ভোটার ২ লাখ ৮৪ হাজার ৭৮৯ জন। নিবার্চন প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ভোটাররা নানা প্রত্যাশার কথা বলছেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ ঘোড়া প্রতীকের প্রার্থী আতাউল করিম রাসেলের। আর শান্তিপূর্ণ নিবার্চনে জয়ের আশা আনারস প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের।
ফুলপুর ছাড়াও প্রথম ধাপে ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলা পরিষদের নিবার্চন ৮ মে।
পোস্টারে পোস্টারে ছেয়েছে ঝিনাইদহের দুটি উপজেলার শহর থেকে গ্রামাঞ্চল। ভোটারদের প্রত্যাশা আকাশ সম।
নির্বাচিত হলে সব শ্রেণীর মানুষের সুখে দুঃখে পাশে থেকে উন্নয়নে কাজ করার আশ্বাস প্রার্থীদের। শেষ মুহুর্তের প্রচারে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
মিছিল, লিফলেট বিতরণসহ রাতে-দিনের প্রচারে জমে উঠেছে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচনের দিন ভালো পরিবেশের অপেক্ষায় ভোটাররা।




















