প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
- আপডেট সময় : ০৩:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৬৮০ বার পড়া হয়েছে
ইউক্রেন যুদ্ধের শুরুর পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চলতি সপ্তাহে এশিয়ার দুই দেশ তাজিকিস্তান ও তুর্কমেনিস্তান সফরে যাবেন তিনি।
রাষ্ট্রীয় টেলিভিশন ‘রাসিয়া-১’ জানায় তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে দেশটির প্রেসিডেন্ট ইমোমারি রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন পুতিন। এরপর তিনি তুর্কমেনিস্তান সফর করবেন।
তুর্কেমেনিস্তান সফরকালে পুতিন রাজধানী আশগাবাতে কাস্পিয়ান দেশগুলোর একটি সম্মেলনে যোগ দেবেন।
সেখানে আজারবাইজান, কাজাখস্তান, ইরান ও তুর্কমেনিস্তানের নেতারাও উপস্থিত থাকবেন।
এশিয়া সফর শেষে মস্কোতে ফিরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জকো উইদোদোর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট। ইউক্রেনে হামলার আগে গত ফেব্রুয়ারির শুরুর দিকে চীন সফরে করেন প্রেসিডেন্ট পুতিন।
সেখানে তিনি দেশটির প্রেসিডেন্ট শি চিনপিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এরপর তিনি দেশে ফিরেই সেনাবাহিনীকে ইউক্রেন হামলার নির্দেশ দেন।














