পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- আপডেট সময় : ০৮:১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন এবং গোপালগঞ্জে ট্রাক চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে।
সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় ও বুধবার রাতে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার তবারিয়া এলাকায় দুই পথচারী নিহত হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই গোপাল চন্দ্র জানান, সকালে সেতুর পশ্চিমে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ওই যুবক নিহত হয়। অন্যদিকে, ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তবাড়িয়া এলাকায় রাস্তা পারাপারের সময় এক নারী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এদিকে, গোপালগঞ্জে ট্রাক চাপায় রাসেল মোল্লা ও তার স্ত্রী হাজেরা বেগম নিহত হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে মোটর সাইকেল করে স্ত্রী ও সন্তানকে নিয়ে ফেরার পথে বাড়ি ফেরার পথে টেকেরহাটগামী একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মোটর সাইকেল চালক রাসেল মোল্লা নিহত হন।পরে আহত অবস্থায় হাজেরা বেগমকে হাসপাতালে তিনিও মারা যান।




















