পীরগঞ্জে বাড়িঘর ভাঙচুর ও গৃহবধূকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমি বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর ও গৃহবধূকে শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার করনাই মোড়ল পাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
গৃহবধূ লিপি আক্তার পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন। আহত গৃহবধূর স্বামী নূর আলম বলেন, বাড়িতে অনাধিকার প্রবেশ করে একই গ্রামের নূর ইসলাম, নূর জামান, সিদ্দিক, ফজলুল করিম ও কুলসুম বাড়ি ভাঙচুর করে এবং নগদ অর্থ ও জিনিসপত্র লুটপাট করে। সে সময় তার স্ত্রী বাধা দিলে তাকে মারধর করে শ্লীলতাহানীর চেষ্টা করে। এ বিষয়ে অভিযুক্ত নূর ইসলামসহ বাকিদের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।