পিবিআই প্রধানসহ ৬ জনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে সাবেক এসপি বাবুলের মামলার আবেদন

- আপডেট সময় : ০৫:৩২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬২৩ বার পড়া হয়েছে
রিমান্ডে নির্যাতনের অভিযোগ এনে পিবিআই প্রধান বনজ কুমারসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেসার আদালতে মামলার আবেদন করেন বাবুল আক্তারের আইনজীবীরা। মামলাটি শুনানির জন্য ১৯ সেপ্টেম্বর দিন ঠিক করেছে আদালত। রিমান্ডে ৫৩ ঘন্টা ধরে নির্যাতনে স্ত্রী হত্যা মামলা ও উর্দ্ধতন দুই পুলিশ কর্মকর্তার নামের স্বীকারোক্তি দিতে বলা হয়। বাবুলের আইনজীবী গোলাম মওলা মুরাদ জানান, কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন মামলার তদন্ত নিয়ে পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গে বিরোধ বাধে বাবুলের। এরই জের ধরে স্ত্রী হত্যার ঘটনায় তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। বিষয়টি সামনে এনে হেফাজতে নির্যাতন নিবারণ আইনে মামলা করেছেন তিনি। বনজ কুমার মজুমদার ছাড়া মামলার অন্য আসামীরা হলেন, পিবিআইয়ের এসপি নাজমুল হাসান, নাঈমা সুলতানা, সন্তোষ কুমার চাকমা, এ কে এম মহিউদ্দিন সেলিম ও কাজী এনায়েত কবীর।