পিপলস লিজিংয়ের ৬৩ ঋণখেলাপিকে তলব করেছে হাইকোর্ট

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:০০ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
পিপলস লিজিংয়ের ৬৩ ঋণখেলাপিকে তলব করেছে হাইকোর্ট। একইসঙ্গে ১১ এপ্রিল আদালতে উপস্থিত না হলে গ্রেপ্তারি পরোয়ানা জারির হুঁশিয়ারিও দিয়েছে উচ্চ আদালত।
সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের ২১ জুন প্রতিষ্ঠানটির পুনর্গঠন বা পুনরুজ্জীবিত করার নির্দেশনা চেয়ে ২০১ জন আমানতকারী হাইকোর্টে আবেদন জানান। গত ২৮ জুন পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে পুনর্গঠন করে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য একটি বোর্ড গঠন করে দেয় উচ্চ আদালত। পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানটির পুনর্গঠিত বোর্ডে দায়িত্বপ্রাপ্ত দশ সদস্যের মধ্যে সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল-উল আলমকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে হাইকোর্ট।