পাসপোর্ট জব্দ থাকার পরও পি কে হালদার কিভাবে পালিয়ে গেলো

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
পাসপোর্ট জব্দ থাকার পরও প্রশান্ত কুমার ওরফে পি কে হালদার কিভাবে পালিয়ে গেলো তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট।
একইসঙ্গে পি কে হালদার যেদিন দেশ ত্যাগ করেছিলেন, সেদিন বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বরতদের এবং দুদকের দায়িত্বে কে কে ছিলেন তার তালিকাও দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তিনটি বিভাগে ২০০৮ সাল থেকে কর্মরতদের পূর্ণাঙ্গ তালিকার বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা ১৫ মার্চের মধ্যে জানতে চেয়েছে হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের তিনটি বিভাগে ২০১০ সাল থেকে কর্মরত ৩৯৪ জন কর্মকর্তাদের তালিকা হাইকোর্টে দাখিলের পর সোমবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এসব আদেশ দেন।