পাবনার সাঁথিয়ায় ট্রাকের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৬২৮ বার পড়া হয়েছে
পাবনার সাঁথিয়ায় ট্রাকের ভেতরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আল-আমিন নামের ওই যুবক ট্রাকের হেলপার ছিল।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাতে উপজেলার মহিষাখোলা নতুন ব্রীজ এলাকায় একটি পরিত্যক্ত ট্রাকের পাশ দিয়ে স্থানীয় কয়েকজন পথচারী হেঁটে যাবার সময় ট্রাকের ভেতর থেকে দুর্গন্ধ পায়। ট্রাকের ভেতর একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ট্রাকটি গোখাদ্য বোঝাই ছিল। দূর্বত্তরা ট্রেকের হেলপার আল-আমিনকে হত্যা করে গোখাদ্য লুট করে নিয়ে যায়।