পানি সংকটে সীমাহীন ভোগান্তিতে নগরবাসী

- আপডেট সময় : ০৯:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
পবিত্র রমজানেও তীব্র পানি সংকট নগরবাসী। গেল ১ সপ্তাহ ধরে ওয়াসার লাইনের পানি পাচ্ছেন না রাজধানীর কাফরুল এলাকার বাসিন্দারা। অজু গোসল, রান্নাবান্না ও গৃহস্থালির কাজে পানি না থাকায় চরম বিপাকে সাধারণ মানুষ। তবে টাকা দিলেই মিলছে ওয়াসার পানি। এজন্য ওয়াসার সিন্ডিকেটই সৃষ্টি করছে পানির সংকট–এমন অভিযোগ এলাকাবাসীর। আর লাইন মেরামতের কারণে সংকট সৃষ্টি হচ্ছে বলে দাবী ঢাকা ওয়াসার।
রমজানের শুরু থেকেই যানজট আর গ্যাস সংকটে নগরবাসী। মরার উপর খরার ঘা হয়ে দেখা দিয়েছে, তীব্র পানি সংকট। ঢাকা ওয়াসার সরবরাহকৃত পানির দুর্গন্ধ ও তাতে ময়লা আবর্জনার উপস্থিতি রাজধানীবাসীকে ফেলেছে চরম বিপাকে।
রোজা শুরু আগ থেকে পানি না থাকায় নাকাল কাফরুল এলাকার জনজীবন। রোজায় ভোগান্তিতে নতুন মাত্রা যোগ করেছে। পানি না থাকায়, অজু-গোসল করাসহ রান্নাবান্না ও গৃহস্থালির কাজে সমস্যা হচ্ছে। এতে ক্ষুব্ধ সবাই।
রমজানে পানির সমস্যায় ত্যক্তবিরক্ত স্থানীয় মসজিদের ইমান-মুসুল্লিরা।
লাইনে পানি না পেলেও টাকার বিনিময়ে মিলছে ওয়াসার গাড়ির পানি। তবে এজন্য গুণতে হচ্ছে বাড়তি টাকা।
ওয়াসার স্থানীয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হঠাৎ এলাকায় আসলে, ঘিরে ধরে এলাকাবাসী।
ভুক্তভোগীদের তোপের মুখে দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে, স্থানত্যাগ করেন তিনি।
কিছুক্ষণ পরই বদলে যায় দৃশ্যপট; কয়েক দিনের অচল লাইন সচল হয়ে আসতে থাকে কাঙ্খিত পানি।