পাচারের অর্থ ফেরতে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন দুর্নীতিবাজদের উৎসাহিত করবে : মন্তব্য বিশ্লেষকদের

- আপডেট সময় : ০২:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
৭ শতাংশ কর দিয়ে পাচারের অর্থ বৈধ করতে বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন সংকট কাটাতে কোন সুফল দেবে না। বরং অনৈতিকতা ও দুর্নীতিবাজদের উৎসাহিত করবে বলে মন্তব্য করেছেন সিপিডি’র ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। দুদকের আইনজীবী খুরশীদ আলম খানের মতে, এই প্রজ্ঞাপন অসাংবিধানিক। সংকট উত্তরণে পাচারকারীদের দৃষ্টান্তমূলক সাজা নিশ্চিত করা প্রয়োজন বলে মত দেন বিশেষজ্ঞরা।
আর্থিক অনেক সূচকে পিছিয়ে থাকলেও অর্থ পাচারে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তথ্যের ভিন্নতা থাকলেও, দেশীয় গণমাধ্যমে এ ধরণের খবর প্রতিদিনই শিরোনাম হচ্ছে। সরকারও রিজার্ভ সংকট সামলাতে আইএমএফের ঋণ চাওয়ার পাশাপাশি পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে মরিয়া।
রেমিট্যান্স ও রপ্তানি আয় কমে আসায় পরিস্থিতি সামাল দিতে নতুন করে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, ৭ শতাংশ কর দিয়ে বিদেশ থাকা অপ্রদর্শিত অর্থ বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে ফেরত আনলে আয়ের উৎস নিয়ে কোন প্রশ্ন তোলা হবে না।
অর্থনীতিবিদের মতে রিজার্ভ সংকট সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ, কোন সুফল বয়ে আনবে না। বরং সমাজে নেতিবাচক বার্তা দেবে।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খানের মতে, এই প্রজ্ঞাপন অসাংবিধানিক।
চলমান পরিস্থিতিতে আর্থিক সংকট কাটাতে সরকারকে পরামর্শও দেন তারা।
ব্যাংকিং চ্যানেলের অবৈধ ব্যবহার ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংককের নজরদারি বাড়ানো দরকার বলেও মত দেন ড. মোস্তাফিজুর রহমান।