পাকিস্তানে সিন্ধু প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৩২ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
পাকিস্তানে সিন্ধু প্রদেশে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে অন্তত ৩২ জন। আহত অর্ধশত।
সোমবার সকালে দেশটির সিন্ধু প্রদেশের ঘটকি জেলার রাইতি রেলওয়ে স্টেশনের কাছে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তান রেলওয়ের মুখপাত্র জানিয়েছে, মিল্লাত এক্সপ্রেস নামের ট্রেনটি করাচি থেকে সারগোধা যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে যায় । তখন রাওয়ালপিন্ডি থেকে ছেড়ে আসা আরেকটি ট্রেন স্যার সায়েদ এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয় । এ ঘটনায় ঘটকি, ধারকি, ওবারো এবং মিরপুরের হাসপাতাল গুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে ।



















