পাকিস্তানে বিলাসবহুল হোটেলে ভয়াবহ বোমা হামলা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
পাকিস্তানে বেলুচিস্তানের কোয়েটা শহরে একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। চীনা রাষ্ট্রদূতকে হত্যার জন্য এই হামলা হয়েছে, বলে ধারণা করা হচ্ছে।
বুধবার রাতে সেরেনা হোটেলে গাড়ি পার্কিংয়ের জায়গায় এই ভয়াবহ বোমা হামলা হয়। হামলায় নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও আছেন। ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকারী সংস্থার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতা শুরু করে। পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।