পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে বিস্ফোরণে নিহত ৩০, আহত অন্তত ৫০

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছে ৩০ জন। আহত হয়েছে অন্তত ৫০ জন।
জুমার নামাজের সময় শহরের কিসসা খাওয়ানি বাজারের একটি মসজিদে ঢোকার চেষ্টা করে দুই হামলাকারী। মসজিদের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় তারা। তখন এক পুলিশ সদস্য নিহত হন। অপরজন গুরুতরভাবে আহত হন। এ ঘটনার পর মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে। এলাকাটিতে বেশকিছু বাজার রয়েছে। ঘটনার পর রেড অ্যালার্ট জারি করা হয়েছে।