পাঁচ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার
- আপডেট সময় : ০১:৪৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
রোহিঙ্গা সংকটের পাঁচ বছর আজ। এই পাঁচ বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। এছাড়া প্রত্যাবাসনকে কেন্দ্র করে মিয়ানমারের নানা ছলচাতুরীর কারণে হতাশ রোহিঙ্গারা। ফলে দিন দিন চরম হুমকির মুখে পড়েছে স্থানীয় জনগোষ্ঠী। ইতোমধ্যেই একাধিক হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে ক্যাম্পে।
নিরাপত্তা চৌকিতে হামলার অজুহাতে ২০১৭ সালের ২৫ আগস্ট দেশটির সেনাবাহিনী রাখাইন অঞ্চলের মংডু, বুচিথং ও রাসেথং জেলার রোহিঙ্গাদের ওপর নির্বিচার হত্যা ও নির্যাতন শুরু করে। এর পরই বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। সেই থেকে ১২ লাখেরও বেশি রোহিঙ্গার বোঝা টানতে হচ্ছে বাংলাদেশকে। বিভিন্ন সময়ে এসব রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনে না উদ্যোগ নেয়া হলেও মিয়ানমারের অসযোগিতায় একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো সম্ভব হয়নি। যদিও আন্তর্জাতিক চাপের মুখে তাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষ দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছিল মিয়ানমার সরকার।





















