পটুয়াখালীর বাউফলে ১৪৪ ধারা জারি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের দুই গ্রুপ একই সময় একই স্থানে সংবাদ সম্মেলন ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ রাত দশটা পর্যন্ত এ আদেশ বলবত থাকবে।
কোনো ধরনের সভা সমাবেশ ও গণজমায়েত করা যাবে না বলে ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন। গত মধ্য রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি নির্দেশনা জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ মে সকাল ১০টায় বাউফল উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সমন্বয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার এবং উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ফরিদ আহমেদ একই সময়ে, একই স্থানে দলীয় কার্যালয় জনতা ভবনে সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন। এ অবস্থায় শান্তি ভঙ্গের আশঙ্কা থেকে এই আদেশ দেয়া হয়।