পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ছয় জনের মৃত্যুর দায় ইসির নয়: কমিশন সচিব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ছয় জনের মৃত্যুর দায় ইসির নয় বলে জানিয়েছেন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, ইউপি নির্বাচনে মৃত্যুর দায় প্রার্থীদের নিতে হবে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয়েছে বলে দাবি করেন তিনি। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। পঞ্চম ধাপে দেশের ৪৮ জেলার ৯৫টি উপজেলার ৭০৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো। এ ধাপে মোট ১৯৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।